মাজহারুল ইসলাম বাপ্পি।।
কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই বাজার সংলগ্নে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গাড়ি চাপায় তাঁরা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লালমাই বাজার সংলগ্ন বিকস ফিল্ডের সামনে থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই ব্যক্তি হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার দিঘলগাঁও এর মো. ফরিদ মিয়া (৬০) ও জাহাঙ্গীর হোসেন (৫০)। দুজনেই পাইপ ফিল্ডার কাজ করতেন বলে জানা যায়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই দুই শ্রমিক কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। লালমাই বাজার এলাকায় জামান ব্রিকস ফিল্ড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় তাঁরা নিহত হন। স্থানীয় বাসিন্দারা সকাল আটটার দিকে রাস্তার ওপর তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।