০৩:০১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ছাত্রলীগ নেতা ফেনসিডিলসহ আটক

  • তারিখ : ০৮:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • / 735

কুমিল্লার চান্দিনায় ফেনসিডিলসহ এমরান হোসেন সরকার (২৭) নামে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ছাত্রলীগ নেতা এমরান হোসেন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস জানান, গত রবিবার রাতে মাদক পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকা থেকে এমরানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় তার আরও এক সহযোগী পালিয়ে যায়।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ মাদক আইনে দুই জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক জানান, এমরান ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করেছে। শীঘ্রই আমরা ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

বিডি প্রতিদিন

শেয়ার করুন

কুমিল্লায় ছাত্রলীগ নেতা ফেনসিডিলসহ আটক

তারিখ : ০৮:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

কুমিল্লার চান্দিনায় ফেনসিডিলসহ এমরান হোসেন সরকার (২৭) নামে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ছাত্রলীগ নেতা এমরান হোসেন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস জানান, গত রবিবার রাতে মাদক পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকা থেকে এমরানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় তার আরও এক সহযোগী পালিয়ে যায়।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ মাদক আইনে দুই জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউসার অনিক জানান, এমরান ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করেছে। শীঘ্রই আমরা ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

বিডি প্রতিদিন