০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

কুমিল্লায় ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

  • তারিখ : ১২:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / 777

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে ভীমরুলের কামড়ে হাফসা খাতুন নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা, ভাই, খালা, খালাতো বোনসহ অপর চারজনকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।

রবিবার হাফসাকে তার নিজ বাড়িতে দাফন করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
উপজেলার ১৬ নং মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের শাহাবুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত হাফসা খাতুনের বাবা জাকির হোসেন বেসরকারি সংস্থায় চাকরি করেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার এলাহাবাদ গ্রামের মোস্তফা কামালের স্ত্রী সাহিনা আক্তার তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে আশ্রাকে নিয়ে কুরুইন গ্রামের জাকির হোসেনের স্ত্রী বোন লাকি আক্তারের বাড়িতে বেড়াতে যান। বাড়ির উত্তর পাশে আসার পর তারা ভীমরুলের আক্রমণের শিকার হন। তাদের চিৎকারে ছুটে আসেন সাহিনা আক্তারের বোন লাকি আক্তার, তার ছেলে সিহাব উদ্দিন (১০), কন্যা হাফসা খাতুন। তারাও ভীমরুলে আক্রমণে আহত হন।

স্থানীয়রা তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে আশঙ্কাজনক অবস্থায় হাফসাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে নিহত হাফসার বাবা জাকির হোসেন ও খালু মোস্তফা কামাল এসে আহত চারজনকে নিয়ে ঢাকা সিএমএইচ ভর্তি করিয়েছেন।

রবিবার সন্ধ্যায় যোগাযোগ করলে শোকাহত কণ্ঠে ঘটনার বিবরণ দিয়ে মো. জাকির হোসেন বলেন, মেয়ের দাফন সম্পন্ন করেছি। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি। তাই আহতদের দেখতে ঢাকা সিএমএইচে যাচ্ছি।

শেয়ার করুন

কুমিল্লায় ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

তারিখ : ১২:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে ভীমরুলের কামড়ে হাফসা খাতুন নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা, ভাই, খালা, খালাতো বোনসহ অপর চারজনকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।

রবিবার হাফসাকে তার নিজ বাড়িতে দাফন করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
উপজেলার ১৬ নং মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের শাহাবুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত হাফসা খাতুনের বাবা জাকির হোসেন বেসরকারি সংস্থায় চাকরি করেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার এলাহাবাদ গ্রামের মোস্তফা কামালের স্ত্রী সাহিনা আক্তার তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে আশ্রাকে নিয়ে কুরুইন গ্রামের জাকির হোসেনের স্ত্রী বোন লাকি আক্তারের বাড়িতে বেড়াতে যান। বাড়ির উত্তর পাশে আসার পর তারা ভীমরুলের আক্রমণের শিকার হন। তাদের চিৎকারে ছুটে আসেন সাহিনা আক্তারের বোন লাকি আক্তার, তার ছেলে সিহাব উদ্দিন (১০), কন্যা হাফসা খাতুন। তারাও ভীমরুলে আক্রমণে আহত হন।

স্থানীয়রা তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে আশঙ্কাজনক অবস্থায় হাফসাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে নিহত হাফসার বাবা জাকির হোসেন ও খালু মোস্তফা কামাল এসে আহত চারজনকে নিয়ে ঢাকা সিএমএইচ ভর্তি করিয়েছেন।

রবিবার সন্ধ্যায় যোগাযোগ করলে শোকাহত কণ্ঠে ঘটনার বিবরণ দিয়ে মো. জাকির হোসেন বলেন, মেয়ের দাফন সম্পন্ন করেছি। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি। তাই আহতদের দেখতে ঢাকা সিএমএইচে যাচ্ছি।