০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদির ওপর হামলার ঘটনায় নির্বাচনে প্রভাব নিয়ে যা বললেন ইসি মাছউদ কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লায় চমক দেখালেন মনিরুল হক চৌধুরী কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ অভিনেতার পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার

কুমিল্লায় মস্তক বিহীন দ্বি-খন্ডিত প্রাপ্ত মৃত দেহের রহস্য উন্মোচন

  • তারিখ : ০৭:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • / 411

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় ধানক্ষেতের পাশের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় দ্বিখন্ডিত মৃত দেহের রহস্য উন্মোচন করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ। গত সোমবার (৮ নভেম্বর) জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মনশাসন (পশ্চিম পাড়া) এলাকা থেকে সায়মন (২১) নামে পিকআপ ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

সায়মন ইউনিয়নের শরৎনগর (কাবিলা) কাজীবাড়ি এলাকার নূরুল ইসলামের (৪৫) ছেলে। সেই পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন।

মৃতের পিতা মোঃ কাজী নুরুল সলাম, কুমিল্লা কোতয়ালী, থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ শাহির শাহরিয়ার (মাজহারুল) (২২), নামের একজনকে আটক করে। আটককৃত শাহির শাহরিয়ার এর বাড়ি কুমিল্লা সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়নে, সে মোঃ রফিক এর ছেলে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল আজিম জানান, আটককৃত ব্যাক্তি জিজ্ঞাসাবাদে সায়মনকে খুনের কথা স্বিকার করে।

তিনি জানান আসামি শাহির শাহরিয়ার (মাজহারুল) এর দেওয়া তথ্য মতে খুনের সময় ব্যবহৃত ১টি লোহার তৈরি ছেনি, ১টি হেস্কু ব্লেড, ১টি সিলভার রংয়ের হেস্কু ব্লেড, ১টি সিলভার রংয়ের স্টীরের ছুরি, ১টি কালো রংয়ের সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ। তিনি জানান, শাহির শাহরিয়ার (মাজহারুল) আদালতে সায়মনকে খুনের কথা স্বিকার করেছে।

শেয়ার করুন

কুমিল্লায় মস্তক বিহীন দ্বি-খন্ডিত প্রাপ্ত মৃত দেহের রহস্য উন্মোচন

তারিখ : ০৭:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় ধানক্ষেতের পাশের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় দ্বিখন্ডিত মৃত দেহের রহস্য উন্মোচন করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ। গত সোমবার (৮ নভেম্বর) জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মনশাসন (পশ্চিম পাড়া) এলাকা থেকে সায়মন (২১) নামে পিকআপ ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

সায়মন ইউনিয়নের শরৎনগর (কাবিলা) কাজীবাড়ি এলাকার নূরুল ইসলামের (৪৫) ছেলে। সেই পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন।

মৃতের পিতা মোঃ কাজী নুরুল সলাম, কুমিল্লা কোতয়ালী, থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ শাহির শাহরিয়ার (মাজহারুল) (২২), নামের একজনকে আটক করে। আটককৃত শাহির শাহরিয়ার এর বাড়ি কুমিল্লা সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়নে, সে মোঃ রফিক এর ছেলে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল আজিম জানান, আটককৃত ব্যাক্তি জিজ্ঞাসাবাদে সায়মনকে খুনের কথা স্বিকার করে।

তিনি জানান আসামি শাহির শাহরিয়ার (মাজহারুল) এর দেওয়া তথ্য মতে খুনের সময় ব্যবহৃত ১টি লোহার তৈরি ছেনি, ১টি হেস্কু ব্লেড, ১টি সিলভার রংয়ের হেস্কু ব্লেড, ১টি সিলভার রংয়ের স্টীরের ছুরি, ১টি কালো রংয়ের সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ। তিনি জানান, শাহির শাহরিয়ার (মাজহারুল) আদালতে সায়মনকে খুনের কথা স্বিকার করেছে।