মাজহারুল ইসলাম বাপ্পি :
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস.আই খাদেমুল বাহারকে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) খাদেমুল বাহার বাংলাদেশ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে কুমিল্লা জেলার কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ হিসেবে শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক লাভ করেন। পুলিশিং ডে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ. ক. ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডি.আই.জি খন্দকার গোলাম ফারুক পিপিএম বার, বিপিএম, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম প্রমুখ। এ সময় সকল পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।