করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৯ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছুঁইছুঁই।
একদিনের ব্যবধানে রেকর্ড কমপক্ষে ৬ হাজার মানুষ মারা গেলেন প্রাণঘাতি মহামারিতে। নতুনভাবে আক্রান্ত ৮৩ হাজারের কাছাকাছি। এদেরমধ্যে, শুধু যুক্তরাষ্ট্রেই গেলো ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ১৩শ’র বেশি মানুষ; নতুনভাবে আরও ৩২ হাজারের অধিক মার্কিনীর শরীরে মিলেছে করোনাভাইরাস।
এদিকে, ইউরোপের দেশ ফ্রান্সে একলাফে কয়েকগুণ বেড়েছে প্রাণহানি; একদিনে ১২শ’র বেশি মানুষ মারা গেলেন করোনায়।
এছাড়া, ইতালি ও স্পেনে গেলো কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে মৃত্যুহার। গেলো ২৪ ঘণ্টায় ১৬শ’র অধিক প্রাণহানি দেখলো দেশদুটি।
বিশ্বের ২০৫ দেশ-অঞ্চল ও জাহাজে মিলেছে করোনাভাইরাসের সংক্রমণ।