গোমতী ক্লাবের সভাপতি প্রয়াত জহির আহমেদ এর স্মরণসভা আয়োজনের লক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা মোগলটুলীতে অবস্থিত গোমতী ক্লাবের সাবেক সভাপতি নিবেদিত প্রাণ সমাজ সংগঠক প্রয়াত জহির আহমেদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজনের লক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) সন্ধ্যা ৭টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোমতী ক্লাবের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান মাসুম। সভায় উপস্থিত গোমতী ক্লাবের সদস্যবৃন্দ সমাজ সেবক দীর্ঘ তিন যোগেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী গোমতী ক্লাবের সভাপতি জহির আহমেদ এর স্বরণসভার ও দোয়া মহফিল আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভার শুরুতে উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভার বিষয় নিয়ে কথা বলেন গোমতী ক্লাবের সাধারন সম্পাদক আবু ইউসুফ বাবু।

সভায় প্রয়াত জহির আহমেদ এর জীবনী তুলে ধরে স্বরণিকা প্রকাশ, দোয়া মাহফিল ও স্বরণসভা বাস্তবায়ন কমিটি গঠন নিয়ে উপস্থিত সদস্যরা প্রস্তাব করে। এ বিষয়গুলো আগামি ৪ সেপ্টেম্বর শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি সভায় আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন গোমতী ক্লাবের যুগ্ম সম্পাদক শফিউল্লাহ মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক নিমু চন্দ্র দাস, প্রচার সম্পাদক মো: নাদিম হোসেন, সম্পাদক কামরুল আহসান মামুন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মিঠু, সদস্য শাহাবদ্দিন শাহিন, সদস্য জিয়াউল আলম তিতাস, সদস্য ইমতিয়াজ সরকার নিপু ও সদস্য দেলোয়ার হোসেন জাকির।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!