০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার বেপরোয়া বোগদাদ বাসের ধাক্কায় অসহায় ভ্যান চালকের মৃত্যু কুমিল্লা সদর দক্ষিণে আওয়ামী লীগ নেতা গ্রেফতার সদর দক্ষিণে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ

পাইকারি ৬০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি হলেই জেল

  • তারিখ : ১০:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • / 1004

চট্টগ্রাম ব্যুরো :
পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাত্রাতিরিক্ত দামে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। এ সময় জানানো হয়, মিয়ানমারের পেঁয়াজ ৫৫-৬০ টাকার বেশি দামে বিক্রি করলে জেল-জরিমানা করা হবে।

সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহিদা সুলতানা, মুহাম্মদ হাসানুজ্জামান এবং র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের নেতৃত্বে আমরা দাউদকান্দিগামী একটি ট্রাকের চালান চেক করে দেখতে পাই পেঁয়াজ ৯০ টাকা করে বিক্রি করা হয়েছে। তাই আড়তদার গ্রামীণ বাণিজ্যালয়ের বলাই কুমার পোদ্দারকে জরিমানা করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় রিয়াজ উদ্দিন বাজারের রুহুল আমিন সওদাগরকেও জরিমানা করা হয়।

তিনি বলেন, আমদানিকারক পর্যায়ে কেউ জোর করে অধিক দাম চাপিয়ে দিলে জেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে। পাইকারিতে মিয়ানমারের পেঁয়াজ ৫৫-৬০ টাকার বেশি হলে জেল-জরিমানা করা হবে এবং খুচরা পর্যায়ে ৬৫-৭০ টাকার দরে বিক্রির নির্দেশনা দেন তিনি।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন জানান, মিয়ানমার থেকে ৪২ টাকা দরে আমদানি করা পেঁয়াজ পরিবহন খরচ, শ্রমিক খরচ, মুনাফা ও বিবিধ সব খরচ বিবেচনায় নিয়ে লাভসহ ৬০ টাকার বেশি পাইকারি মূল্য হতে পারে না। কিন্তু আড়তে ৯০-১১০ টাকা দামে বিক্রি হচ্ছে। যা সম্পূর্ণ অযৌক্তিক।

তিনি আরও বলেন, বাজারে অনুসন্ধান চালিয়ে ১২-১৫ জনের একটি সিন্ডিকেটের নাম উঠে এসেছে। তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে।

এর আগে গত রোববার দোকানে টাঙানো মূল্যতালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের চারটি দোকানকে ১ লাখ ১০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সূত্র:
দেশ রূপান্তর

শেয়ার করুন

পাইকারি ৬০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি হলেই জেল

তারিখ : ১০:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯

চট্টগ্রাম ব্যুরো :
পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাত্রাতিরিক্ত দামে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। এ সময় জানানো হয়, মিয়ানমারের পেঁয়াজ ৫৫-৬০ টাকার বেশি দামে বিক্রি করলে জেল-জরিমানা করা হবে।

সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহিদা সুলতানা, মুহাম্মদ হাসানুজ্জামান এবং র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের নেতৃত্বে আমরা দাউদকান্দিগামী একটি ট্রাকের চালান চেক করে দেখতে পাই পেঁয়াজ ৯০ টাকা করে বিক্রি করা হয়েছে। তাই আড়তদার গ্রামীণ বাণিজ্যালয়ের বলাই কুমার পোদ্দারকে জরিমানা করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় রিয়াজ উদ্দিন বাজারের রুহুল আমিন সওদাগরকেও জরিমানা করা হয়।

তিনি বলেন, আমদানিকারক পর্যায়ে কেউ জোর করে অধিক দাম চাপিয়ে দিলে জেলা প্রশাসনকে জানাতে বলা হয়েছে। পাইকারিতে মিয়ানমারের পেঁয়াজ ৫৫-৬০ টাকার বেশি হলে জেল-জরিমানা করা হবে এবং খুচরা পর্যায়ে ৬৫-৭০ টাকার দরে বিক্রির নির্দেশনা দেন তিনি।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন জানান, মিয়ানমার থেকে ৪২ টাকা দরে আমদানি করা পেঁয়াজ পরিবহন খরচ, শ্রমিক খরচ, মুনাফা ও বিবিধ সব খরচ বিবেচনায় নিয়ে লাভসহ ৬০ টাকার বেশি পাইকারি মূল্য হতে পারে না। কিন্তু আড়তে ৯০-১১০ টাকা দামে বিক্রি হচ্ছে। যা সম্পূর্ণ অযৌক্তিক।

তিনি আরও বলেন, বাজারে অনুসন্ধান চালিয়ে ১২-১৫ জনের একটি সিন্ডিকেটের নাম উঠে এসেছে। তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে।

এর আগে গত রোববার দোকানে টাঙানো মূল্যতালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের চারটি দোকানকে ১ লাখ ১০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সূত্র:
দেশ রূপান্তর