আকতার (হোসেন) রবিন :
কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী পাঠান বাড়ির বাসিন্দা হুমায়ন কবির জীবন নামের এক যুবকের ফেইসবুক স্ট্যাটাস দেখে দেবিদ্বারের সংসদ রাজী মোহাম্মদ ফখরুলের নিদেশে বেকার যুবকের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দিছে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইসবুকে হুমায়ন কবির জীবন নামের এক যুবক লেখেন ‘‘আমি কর্মজীবি হয়েও করোনার কারনে বেকার বেকার জীবন ভালো লাগে না, পকেটের টাকা শেষ হাওলাত চাইলেও কেউ দেয় না”এমন স্ট্যাটাস নজরে আসলে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে শুক্রবারেবেকার যুবক হুমায়ন কবির জীবনের বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের কাছ থেকে খাদ্য সামগ্রী হাতে পেয়ে বৈশি^ক মহামারীতে বেকার হয়ে পরা যুবক হুমায়ন কবির জীবন বলেন বৈশি^ক করোনা ভাইরাস মহামারীতে আমি কমর্হীন হয়ে পরি।কারো কাছে সাহায্য ও চাইতে পারি না। তাই নিজের অসহায়ত্যে মনের অভিব্যাক্ত লেখা ফেইজবুকে লেখি। পোষ্টটি আমাদের মাননীয় এমপি মহোদয়ের নজরে আসবে আমি তা কল্পনাও করতে পারি নাই। করোনা ভাইরাস মহামারীতে এমপি মহোদয়ের নির্দেশে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল ভাইয়ের উদ্দ্যোগে ছাত্রলীগের নেতাকর্মীদের এ খাদ্য সামগ্রী আমার বেশ কয়দিন কেটে যাবে, করোনার মহামারীতে আমার অভাব অনেকটা লাগোব হবে।
হুমায়ন কবির জীবন এর হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক হুসাইয়ন আহম্মেদ,কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কাজী শিহাব, জেলা ছাত্রলীগের সম্পাদক নুরউদ্দিন,উপজেলা ছাত্রলীগের সদস্য সাব্বির আহম্মেদ পলাশ,প্রণব দাশ,নাজমুল হাসান,আহম্মেদ শুভ,নয়ন আহম্মেদ প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল বলেন, করোনা ভাইরাস এর মহামারিতে দেবিদ্বার উপজেলার কেহই এক বেলাও না খেয়ে থাকবে না এমটাই নির্দেশ দিয়েছেন আমাদের নেতা সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। মাননীয় সাংসদ এর নির্দেশে দেবিদ্বার এর প্রত্যেকটি গ্রামে খাদ্য সামগ্রী বিতরন চলছে এবং তা অব্যাহত থাকবে।করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী। এ সমস্যা মোকাবেলায় দেবিদ্বার বাসীর জন্য দেবিদ্বারের মাননীয় সংসদ রাজী মোহাম্মদ ফখরুল দৃঢ়টার সাথ কাজ করে যাচ্ছেন।