বিএডিসি সৈয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ‘‘বানিজ্যিক ভাবে ফুল,ফল ও সবজী বীজ উৎপাদনের প্রযুক্তি’’ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।।

গত ২১ ডিসেম্বর/২০২০ খ্রিঃ তারিখ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর
কুমিল্লাস্থ সৈয়দপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রের আয়োজনে লালমাই উপজেলার ৪নং ভুলইন
ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে বানিজ্যিক ভাবে ফুল,ফল ও সবজী বীজ উৎপাদন প্রযুক্তি
বিষয়ক কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষন’’ কর্মসূচীর আয়োজন করা হয়। মোঃ নিগার
হায়দার খান, উপ- পরিচালক (উদ্যান), বিএডিসি, সৈয়দপুর, কুমিল্লা এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনন্দ চন্দ্র দাস, যুগ্ম
পরিচালক (বীপ্র), বিএডিসি, নোয়াগাঁও কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জনাব সুরজিত চন্দ্র দত্ত, উপ-পরিচাল, কৃষি সম্প্রসারন অধিদপ্তর,
কুমিল্লা, জনাব ড. হায়দার হোসেন, পি এস ও, সগবি, কৃষি গবেষনা প্রতিষ্ঠান,
কুমিল্লা, জনাব মোঃ জুনায়েদ করিম খান, কৃষি কর্মকর্তা, লালমাই উপজেলা,
কুমিল্লা, জনাব মোঃ মাসুদুর রহমান ভূইঞা, সাধারন সম্পাদক, বাংলাদেশ
আওয়ামিলীগ, লালমাই উপজেলা ও জনাব মোঃ একরামুল হক
চেয়ারম্যান ৪নং ভুলইন ইউনিয়ন পরিষদ, লালমাই, কুমিল্লা সহ এলাকার গনমান্য
ব্যক্তিবর্গ। উপস্থিত সকল অতিথিবৃন্দই তাদের বক্তব্যে বিএডিসির কর্যক্রমে সন্তোষ
প্রকাশ করেন। প্রশিক্ষনের মাধ্যমে চাষী এবং উদ্যোক্তাদেরকে এভাবে প্রশিক্ষিত করে
তুলতে পারলে তারা উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের পুষ্টিকর খাদ্য উৎপাদনে
আরো অবদান রেখে দেশকে উন্নত অর্থনৈতিক ভাবে সাবলম্বী করে তোলা সম্ভব হবে।
তারা বলেন, কৃষিবিদদের মাধ্যমে কৃষকদের দ্বারা কৃষিক্ষেত্রে অবদানরাখাই হলো দেশের
সর্ব শ্রেষ্ট অর্জন। প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে বলেন যে, কৃষি বান্ধব সরকারের
মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কৃষি মন্ত্রী ড. আঃ রাজ্জাক, কৃষি
সচিব ও বিএডিসি চেয়ারম্যান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং দিক
নির্দেশনায় ও কৃষি যন্ত্রপাতীতে ভর্তূকী প্রদানের ফলে আমরা বোরো ধান ফসল অতি
দ্রত ঘরে তুলতে পেরেছি। করোনা ভাইরাস (কোভিট-১৯) এর মহামারি মধ্যেও আমাদের
খাদ্য ঘাটতি যেন না হয়, সে ব্যাপারে সকল কৃষিবিদদের নিরলশ পরিশ্রমের ফলে আমরা
বর্তমান পর্যায়ে পৌছাতে সক্ষম হয়েছি। তাছাড়া সরকার কৃষকদেরকে বীজ, সার ও
সেচ এর মত গুরুত্বপূর্ন কৃষি উপকরন সহ কৃষি যান্ত্রিকী করনের ব্যাপারে কৃষি
যন্ত্রপাতিতে পর্যাপ্ত ভর্তূকী প্রদান করেছেন এবং কৃষকের উৎপাদিত ফসলের উচ্চমূল্য
প্রাপ্তি নিশ্চিত করেছেন। মাননীয় প্রধান মন্ত্রীর দিক নির্দেশনামূলক বক্তব্য যেমন
‘‘এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা’’ করোনা মহামারি কালে যেন খাদ্য সংকট
না হয় সে জন্য তিনি কৃষি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকলকে মোকাবেলার করার
আহবান জানিয়েছেন। মাননীয় প্রধান মন্ত্রীর আহবানে সারাদিয়ে কোভিট-১৯
(করোনা ভাইরাস) এরমত মারান্তক মরনঘাতী রোগ এর সংক্রমন উপেক্ষা করে বিএডিসি
সহ সকল প্রতিষ্ঠানের কৃষিবিদ গন অক্লান্ত পরিশ্রম কওে দেশ ও জাতির সেবায়
নিয়োজিত ছিলাম, আছি এবং থাকবো। তিনি আরো বলেন ‘‘সব সাধকের শ্রেষ্ট
সাধক আমার দেশের চাষা’’ তাই চাষীদেরকে সংঙ্গে নিয়ে আমরা কৃষি ক্ষেত্রে
দেশমাতৃকার সেবা করে শুধু খাদ্যে স্বয়ং সম্পূর্ন বা খাদ্য নিরাপত্তাবলায় তৈরীই নয়
আমরা যেন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও খাদ্য রপ্তানী করে অর্থনৈতিক ভাবে
শক্তিশালী দেশের গৌরব ও সমৃদ্বি অর্জন ও এসডিজি বাস্তবায়নে ২০২১ সালের চ্যালেঞ্জ
গ্রহন করতে পারি। উল্লেখ্য যে, জনাব মনোজিত কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক,
কৃষি সম্প্রসারন অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল কুমিল্ল প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্বোধন
করেন। প্রশিক্ষন কর্মশালার সমাপ্তির পরে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথি বৃৃন্দ
কর্মশালায় অংশগ্রহন কারী কৃষক ও উদ্যোক্তাদের হাতে সনদ পত্র তুলে দেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!