শিরোনাম :
মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত
- তারিখ : ১১:২৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / 408
আকবর হোসেন :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ডিগ্রি কলেজে ২০২৩-২০২৪ ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন কলেজের শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল।
সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ করিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, নাথেরপেটুয়া ইউপি সাবেক চেয়ারম্যান মাষ্টার রহুল আমিন।
নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন, গোলাম কিবরিয়া সুমন, সুফিয়া আক্তার, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নূর হোসেন, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ, ছাত্রলীগ নেতা মাহাবুব আলম রাজু, মাসুদ আলমসহ আরো অনেকে। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হয়।