মনোহরগঞ্জে দুইজন অধ্যাপক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আকবর হোসেন :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের কৃষি শিক্ষা বিষয়ের সহকারি অধ্যাপক ফিরোজ আহাম্মদ ও ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক বাবু তরণী কান্ত বর্মন এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য মাষ্টার রুহুল আমিন।

কলেজের বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, কলেজের শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সুফিয়া আক্তার, গোলাম কিবরিয়া সুমন, অধ্যাপক সালা উদ্দিন, বাবু স্বপন কুমার, নুর হোসেন, কলেজের অফিস সহকারী সামছুউদ্দিন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম রাজু, সাধারণ সম্পাদক মাসুদ আলমসহ আরো অনেকে। এসময় কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!