আরিফ গাজী :
‘১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচার গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করা হয়। এর পর থেকে বাংলাদেশ কৃষক লীগ প্রতি বছর দিনটিকে কৃষক ‘হত্যা দিবস’ হিসাবে পালন করে আসছে। এ উপলক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভা, দোয়া ও শোক র্যালির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা সদরের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ে বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সবুজের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকার।
এ সময় মুরাদনগর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ হাসান মিয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাকিরসহ কৃষকলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া শেষে একটি শোক র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।