মুরাদনগরে ডিজিটাল ভবন উদ্বোধন ও এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনকে গণ সংবর্ধনা

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে ননির্মিত ডিজিটাল ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা এ ডিজিটাল ভবনের উদ্বোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক
এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতায় ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে এ ডিজিটাল ভবনটি নির্মাণ করা হয়েছে।
ভবনটি উদ্বোধনের আগে শ্রীকাইল ইউপির সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে এক আলোচনা সভা ও গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বাবু সুধাংশু সাহা, দাতা সদস্য অধ্যাপক পি কে সাহা, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
বাবু বিশ্বজিৎ সরকার বিষ্ণু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ
তমাল, শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম, কাইয়ুম ভূইয়া, ইউপি সদস্য সবুজ মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি
গোলাম সারওয়ার চিনু, বিদ্যালয়ের দাতা সদস্য রমজান আলী, প্রতিষ্ঠাতা সদস্য ডা. আনিছুর রহমান, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, আওয়ামীলীগ নেতা নাজমুল হক নাজিম, আবু বক্কর প্রমুখ।

আলোচনা শেষে শ্রীকাইল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ কে গণ সংবর্ধনা দেয়া হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!