মুরাদনগরে ১০টি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার
- তারিখ : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / 351
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে মোহাম্মদ মাসুদ (৪৪) নামে এক ব্যাক্তিকে ১০টি গাঁজার গাছসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ মাসুদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনিকা বেগম ও মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে।
রোববার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজার গাছগুলো জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর মুরাদনগর থানার এসআই জাহাঙ্গীর, এসআই আবু হেনা মোঃ মোস্তফা রেজা, এসআই সফিকুল ইসলাম, এসআই হামিদুল ইসলাম, এএসআই আতিকসহ সঙ্গীয় ফোর্স উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনিকা বেগমের বাড়ীর ছাদে অভিযান চালিয়ে ১০টি গাঁজার গাছ জব্দ করে। এসময় বাড়ীর ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ওই মহিলা ইউপি সদস্যর ছেলে মোহাম্মদ মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নিজ বাড়ীর ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ এনে মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে পাঠানো হয়েছে।