মুরাদনগরের চাপিতলায় নৌকার সমর্থনে উঠান বৈঠক
- তারিখ : ০৭:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / 393
আরিফ গাজী :
মুরাদনগর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাপিতলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু মুসা আল কবিরের প্রতীক নৌকা মার্কার প্রচারণায় উঠান বৈঠক হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৬নং ওয়ার্ডের নুরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চাপিতলা ইউনিয়নের বর্তামান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ভুইয়ার সভাপতিত্বে ও স্বাস্থ পরিদর্শক এনামুল হক সরকারের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, মোঃ কাউসার আলম, মোঃ জহর আলম, সাবেক ইউপি সদস্য নাইম সরকার, মোঃ হুমায়ুন কবির, আব্দুল মান্নান, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য স্বাধীন সরকার, কাইয়ুম মুন্সি, নাছির উদ্দীন সরকার, গোলাম মোস্তফা, মোশাররফ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা আগামী ৩১ জানুয়ারি চাপিতলা ইউপি নির্বাচনে এলাকাবাসীর কাছে নৌকা মার্কায় ভোট কামনা করেন। নৌকার প্রার্থী বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুসা আল কবির কে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার আহ্বান করেন তারা।