কুমিল্লা এসডি নিউজ ডেস্ক :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় দিবসটি পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে কুমিল্লার প্রাণ কেন্দ্র টাউনহল মাঠ শহীদ মিনার প্রাঙ্গনে একত্রিশ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে নগরীর সিটি পার্কে বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি, মুক্তিযুদ্ধে শহীদ জেলা প্রশাসক এ.কে.এম সামছুল হক ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিনের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।