নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :
কুমিল্লায় জাতীয় শোক দিবসে ৬০ হাজার দুস্থকে খাবার দিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামী লীগ।
দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির দিকনিদের্শনায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। নগরীর ২৭ ওয়ার্ড ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডে।
ও সদর উপজেলার ৫৪ ওয়ার্ডে ১৫ আগস্ট (রবিবার) বাদ জোহর একযোগে এ অসহায় দুস্থদের মাঝে এ খাবার বিতরণ করে। প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ৩০০ দুস্থ এ রান্না করা খাবার পাচ্ছেন। খাবার মেন্যুতে রয়েছে পলাও, মুরগীর রোস্ট ও ডিম।
জোহরের নামাজের পর মসজিদ মন্দির সহ ধর্মীয় উপসনালয়ে দিবস উপলক্ষে জাতির পিতা সহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার পর খাবারগুলো বিতরণ করা হয়।
নগরীর ২৭ ওয়ার্ড ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডের কর্মীরা সুষ্টভাবে খাবার বিতরণ করে। এদের মধ্যে যারা বাড়ি থেকে বের হতে পারেননি তাদের বাসায় খাবার পৌছে দেওয়া হয়।