মাজহারুল ইসলাম বাপ্পি ।।
কুমিল্লা সদর দক্ষিণে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালবাসা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী উদযাপিত হয়েছে।
২১ শে ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে অর্থ মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফ.সি.এ (লোটাস কামাল) এমপি’র পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে শ্রদ্ধা নিবেদন করেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সদর দক্ষিণ মডেল থানা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, চৌয়ারা ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এদিকে একুশে ফেব্রুয়ারীতে সদর দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।
উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, মুক্তিযোদ্ধা কাজী তাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইসমাইল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা, মৎস্য কর্মকর্তা শায়লা শারমিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজালাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সালিমা আক্তার।
এ সময় সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাসমত উল্লাহ হাসু চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, চৌয়ারা ইউপি চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ, আমান উল্লাহ আমান, যুবলীগ নেতা ও অর্থমন্ত্রীর পিও মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন, রিপন মজুমদার, হানিফ চৌধুরী, স্বপন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।