সদর দক্ষিণে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিকে দাফন করল কওমী ওলামা টিম

নিজস্ব প্রতিবেদক।।

করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের হরকল গ্রামের পল্লী চিকিৎসক এসহাক মিয়ার মৃত দেহ কাফন দাফন সম্পন্ন করেছে কওমী ওলামা টিম। আলেমদের নিয়ে গঠিত ওলামা টিম আত্নপ্রকাশ হওয়ার একদিনের মাথায় শনিবার প্রথম দাফন কার্যক্রম সম্পাদন করে। কওমী ওলামা টিমের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকল শ্রেণির লোকজন।

কওমী ওলামা টিমের রাহবার মাওলানা আব্দুল্লাহ আল মামুন বলেন,মহান আল্লাহ তায়ালার মেহের বানীতে কওমী ওলামা টিমের সাথীদের নিয়ে প্রথম করোনার নমুনা নিয়ে মৃত্যু বরণ করা লাশ দাফন করলাম। আমাদের টিম কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণের নয় ওয়ার্ড ও সদর দক্ষিণ উপজেলার সকল ইউনিয়নে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের কাফন-দাফনে সহযোগিতায় উদ্দেশ্যে কওমী ওলামা টিম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে।

কওমী ওলামা টিম এ রয়েছেন মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা মফিজুল ইসলাম, হাফেজ আজিজুল হক ভুইয়া, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা ইমাম হোসাইন, মোহাম্মদ মুহসিন হোসাইন আদিব, হাফেজ আব্দুল মালেক, মাওলানা আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাব্বির আহমদ।

দাফন কাফনের প্রয়োজনে সকলে ০১৮৬৩- ৭৮৫৯৬১,০১৮৩৭-৬৭৬৭৪৪ যোগাযোগ করুন।

(বিঃদ্রঃ-আমাদের পোর্টাল থেকে নিউজ কপি করবেন না, আমাদের নিউজ কপি করে যে সমস্ত পোর্টালে প্রকাশ করছেন, সবাইকে তদারকি করা হচ্ছে)

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!