শিরোনাম :
সদর দক্ষিণে গার্মেন্টস কর্মীকে ইভটিজিংয়ের দায়ে গ্রেফতার এক
- তারিখ : ০৮:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / 714
সোহাগ মিয়াজী :
কুমিল্লার সদর দক্ষিণে গার্মেন্টস কর্মীকে উত্যক্ত (ইভটিজিং) করায় দেলোয়ার নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামী দেলোয়ার লালমাই উপজেলার আমুয়া মিয়াজী বাড়ির মরহুম আলী সর্দার ছেলে।
সূত্রে জানা যায়, গতরাত ৮টায় দেলোয়ার ভিকটিমের বাসায় ঢুকে টানাটানি ও শ্লীলতাহানি এবং যৌনপীড়ন করায় পুলিশ স্থানীয় জনতার সহয়তায় তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, মঙ্গলবার (২ মার্চ) ভিকটিমের পিতা বাদী হয়ে দেলোয়ারকে আসামী করে মামলা করেন। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারো পাঠানো হয়েছে।
তিনি আরোও জানান,এ থানায় সকল প্রকার অপরাধ মূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। এ অভিযান অব্যাহত থাকবে। যে কোন অপরাধ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন পরিচয় গোপন রাখা হবে।