মোস্তাকিমুল নাফিস।।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে প্রকল্প (তথ্য আপা) উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালগাঁও গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম হারিছ মিয়া, তথ্য আপা ফারহানা আক্তার রুনা, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী খন্দকার ফরিদা ইয়াসমিন।
তরুণ আওয়ামী লীগ নেতা ও পূর্ব জোড়কানন ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হাজী সোহেল রানা’র সার্বিক সহযোগিতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।