নিজস্ব প্রতিবেদক ।।
করোনা ভাইরাসের বিস্তার রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন, দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা সদর দক্ষিণের চৌয়ারা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা সেলিম মজুমদার। শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের কোদালিয়া গ্রামের ৭০ জন কর্মহীন অসহায় পরিবারের মাঝে সেলিম মজুমদার এর নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, চৌয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ মুহুরী, চৌয়ারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ শাহআলম, যুবলীগ নেতা মনির ফরাজী, আলমগীর, মনির, কবির প্রমুখ।
এ ব্যাপারে চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের মানুষ এখন আতংকে রয়েছে। বাংলাদেশ সরকার সারা দেশের মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। ফলে চৌয়ারা ইউনিয়নের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। দেশের এ ক্রান্তিকালে সেলিম মজুমদার কোদালিয়া এলাকার অসহায় মানুষের পাশে থেকে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। সমাজের সামর্থবানদের এ রকম জনকল্যাণমূখি কাজে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।