সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক ।।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ও করোনা ভাইরাস বিস্তার রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা ৩০০ টি কর্মহীন দিনমজুর ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক তানভীর হোসেন পারভেজ।শারীরিক অসুস্থ্যতার মধ্যেও দেশের এ ক্রান্তিকালে মানবিক সাহায্য করা থেকে পিছপা হয়নি তানভীর হোসেন পারভেজ। শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সকল ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ৩০০ টি অসহায় পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল,বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম,বিজয়পুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী সুলতান আহমদ, সাধারণ সম্পাদক হাজী হুমায়ন কবির, আওয়ামীলীগ নেতা আঃহাকিম,ইউপি সদস্য জহিরুল ইসলাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন, ২৪নং ওয়ার্ড ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ প্রমুখ।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন,করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতংকে রয়েছে।

হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়েছেন মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের এ ক্রান্তিকালে সমাজের বৃত্তবানদের মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। দেশের এ ক্রান্তিকালে ইউনিয়নের অসহায় মানুষের পাশে থেকে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি। সমাজের সামর্থবানদের এ রকম জনকল্যাণমূখি কাজে এগিয়ে আসতে হবে। করোনা প্রতিরোধে আপনারা সকলে ঘরে থাকুন,নিরাপদে থাকুন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!