৫০তম বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে বাঙালি জাতির ৫০তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কড়ইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আফতাব হোসেন ননী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক।

কড়ইবাড়ী সমাজ কল্যাণ সংগঠনের সাধারন সম্পাদক শরীফ উজ জামানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য আনোয়ার হোসেন, মাওলানা আবু ইসহাক সরকার, প্রধান শিক্ষিকা গুলশান আরা বেগম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, লুৎফা বেগম, সামসুন্নাহার বেগম, ফাতেমা জামান, তাসলিমা বেগম, মাসুদ রানা, নাসির উদ্দিন নসুসহ বিদ্যালয়ে সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান শেষে বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের মধ্যে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রাপ্ত চার কৃতী স্কাউট শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আফতাব হোসেন ননী।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!