আল্লামা আশরাফ আলীর জানাযা নামাজে আল্লামা শফি, ধর্ম মন্ত্রী সহ হাজারো মানুষের ঢল

সদর দক্ষিন প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণের কৃতি সন্তান ও দেশের শীর্ষস্থানীয় আলেম শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী সাহেব এর জানাযা নামাজ মঙ্গলবার দুপুর ৩ টায় নিজ গ্রাম ইসলামপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন হেফাজতে ইমলামের আমীর আল্লামা আহমদ শফি (দা: বা:)। জানাযা নামাজে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মো: আব্দুল্লাহ, আল্লামা মামুনুল হক (দা: বা:), হাব এর সভাপতি শাহাদত হোসেন তাসলিম, কাসেমুল উলুম মাদ্রসার মোহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক (দা: বা:), সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মরহুমের ছেলে মাওলানা সাব্বির, মাওলানা জামিল আহমেদ সহ দেশের শীর্ষ স্থানীয় আলেমগণ।

জানাযা নামাজে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন সহ হাজার হাজার ওলামায়ে কেরাম এবং কুমিল্লা জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: আল্লামা আশরাফ আলী বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি, কুমিল্লা কাসেমুল উলুম মাদ্রসার মোহাদ্দিস, জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস এবং কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আল্লামা আশরাফ আলী এর ইন্তকালে কুমিল্লা সহ সারা দেশের আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!