এলসিডি উৎপাদন বন্ধের ঘোষণা স্যামসাংয়ের

দক্ষিণ কোরিয়া এবং চীনে সব এলসিডি প্যানেলের উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। মঙ্গলবার প্রতিষ্ঠানের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ইতোমধ্যেই যে এলসিডিগুলোর অর্ডার রয়েছে এ বছরের মধ্যে কোনো জটিলতা ছাড়াই সেগুলো গ্রাহককে সরবরাহ করা হবে। খবর:রয়টার্স।

গত বছর অক্টোবরে স্যামসাং ডিসপ্লে জানায়, এলসিডি প্যানেলের চাহিদা কমতে থাকায় এবং সরবরাহ জটিলতার কারণে দক্ষিণ কোরিয়ার দুইটি এলসিডি উৎপাদন সারি বন্ধ করা হয়েছে।

অক্টোবরে স্যামসাং ডিসপ্লে আরও বলে, উৎপাদন সারি উন্নত করার লক্ষ্যে কারখানা এবং গবেষণায় ১০৭২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। পাঁচ বছর ধরে এ বিনিয়োগের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার একটি এলসিডি উৎপাদন সারি বদলে বড় পরিসরে ‘কোয়ান্টাম ডট’ পর্দা উৎপাদনের জন্য প্রস্তুত করা হবে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কারখানায় শুধু দুটি এলসিডি উৎপাদন সারি রয়েছে স্যামসাং ডিসপ্লে’র। আর চীনের দুইটি কারখানার পুরোটাই ব্যবহার করা হয় এলসিডি উৎপাদনে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!