০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২ লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান

কুমিল্লায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল সভাপতি নিহত

  • তারিখ : ১১:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 339

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত সাতজন। নিহত সেলিম ভূঁইয়া (৪৫) হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত সেলিম হেসাখাল ইউপির খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ-সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে সমাবেশ হওয়ার কথা ছিল। অপরদিকে বাঙ্গড্ডা বাদশাহ মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সেলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবেক সংসদ-সদস্য গফুর ভূঁইয়া বলেন, নিহত সেলিম আমার কর্মী ছিলেন। সম্মেলনে যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজারে এলে মোবাশ্বের আলমের কর্মী-সমর্থকদের হামলায় তিনি নিহত হন। এছাড়াও ৫-৭ জন আহত হয়েছেন।

বিএনপি নেতা মোবাশ্বের আলম বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, একটি দাওয়াতে ছিলাম আমরা। এ ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা এর সঙ্গে জড়িত নই।

শেয়ার করুন

কুমিল্লায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল সভাপতি নিহত

তারিখ : ১১:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত সাতজন। নিহত সেলিম ভূঁইয়া (৪৫) হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত সেলিম হেসাখাল ইউপির খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ-সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে সমাবেশ হওয়ার কথা ছিল। অপরদিকে বাঙ্গড্ডা বাদশাহ মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সেলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবেক সংসদ-সদস্য গফুর ভূঁইয়া বলেন, নিহত সেলিম আমার কর্মী ছিলেন। সম্মেলনে যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজারে এলে মোবাশ্বের আলমের কর্মী-সমর্থকদের হামলায় তিনি নিহত হন। এছাড়াও ৫-৭ জন আহত হয়েছেন।

বিএনপি নেতা মোবাশ্বের আলম বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, একটি দাওয়াতে ছিলাম আমরা। এ ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা এর সঙ্গে জড়িত নই।