কুমিল্লার মনোহরগঞ্জ রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান

আকবর হোসেন :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার মনোহরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। উপজেলা সমবায় অফিসে কর্মরত শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সেলিম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আলী হোসেন, লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, চৌরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল মজুমদার, পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব জুয়েল, ভাটগাঁও বচইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসনাত, মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা আক্তার তমা, বিশিষ্ট সমাজসেবিকা রেহানা বেগমসহ আরো অনেকে। এসময় অর্থনীতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী লিপি আক্তার, সফল জননী নারী ফাহিমা আকতার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ফাতেমা বেগমকে জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০১৯ এর নির্বাচিত জয়িতা হিসেবে সম্বর্ধনা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও নির্বাচিত জয়িতাদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!