০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ অভিনেতার পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার কুমিল্লা সদর দক্ষিণে ঘরের তালা ভেঙে চুরি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে- উদবাতুল বারী আবু কুমিল্লায় যৌথ অভিযানে রিভলবার-এলজি উদ্ধার, গ্রেপ্তার ৪ কুমিল্লা সদর দক্ষিণে মাদক ব্যবসায়ী বিল্লালের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার 

কুমিল্লায় অবৈধভাবে মাটি কাটায় ৭ জনকে কারাদণ্ড

  • তারিখ : ০৩:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • / 598

কুমিল্লা প্রতিনিধি :

অবৈধভাবে নদীর তীরের মাটি কাটার অভিযোগে ৭ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর তীরবর্তী ভাবকপাড়া এলাকায় শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ ৭ জনকে গ্রেপ্তার করে জেলা প্রশাসন। এ সময় মাটি পরিবহনের ৫টি মাটিবাহী ট্রাক ও ১টি মাটি কাটার ভেকু জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বাজেয়াপ্ত করে জেলা প্রশাসন।

গ্রেপ্তারকৃতরা হলেন-স্থানীয় মো. রাসেল (২৪), মো. রুবেল (৩১), মহিন উদ্দীন (২৫), রফিক মিয়া (৩৫), রুবেল হোসেন (২৪), সোবাহান মিয়া (৪০) ও মো. কামরুল (২০)।

আটককৃতদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। জেল-জরিমানাসহ মাটি কাটার ভেকু ধ্বংস করা হচ্ছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

কুমিল্লায় অবৈধভাবে মাটি কাটায় ৭ জনকে কারাদণ্ড

তারিখ : ০৩:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

কুমিল্লা প্রতিনিধি :

অবৈধভাবে নদীর তীরের মাটি কাটার অভিযোগে ৭ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর তীরবর্তী ভাবকপাড়া এলাকায় শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ ৭ জনকে গ্রেপ্তার করে জেলা প্রশাসন। এ সময় মাটি পরিবহনের ৫টি মাটিবাহী ট্রাক ও ১টি মাটি কাটার ভেকু জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বাজেয়াপ্ত করে জেলা প্রশাসন।

গ্রেপ্তারকৃতরা হলেন-স্থানীয় মো. রাসেল (২৪), মো. রুবেল (৩১), মহিন উদ্দীন (২৫), রফিক মিয়া (৩৫), রুবেল হোসেন (২৪), সোবাহান মিয়া (৪০) ও মো. কামরুল (২০)।

আটককৃতদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। জেল-জরিমানাসহ মাটি কাটার ভেকু ধ্বংস করা হচ্ছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’