কুমিল্লা গলিয়ারা ইউপি নির্বাচনে ১৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ, তিন মনোনয়ন বাতিল

মাজহারুল ইসলাম বাপ্পি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল এর পর বাছাই শেষে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বৈধ প্রার্থীদের নাম ঘোষনা করেন রিটার্নিং অফিসার মো: নাসির উদ্দিন চৌধুরী। মনোনয়নপত্র বাছাইয়ে গলিয়ারা উত্তর ইউনিয়নের ৩ মেম্বার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন- ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদ,৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: খালিদ ও একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী কামাল হোসেন। আসন্ন নির্বাচনে বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন- গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মো: ওবায়েদুর রহমান,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: মিনহাজ হোসেন সামীম,মো: রফিকুল ইসলাম (নান্নু মজুমদার),মো: বিল্লাল হোসেন ও মো: আনোয়ার হোসেন চৌধুরী এবং গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল উদ্দিন প্রধান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: জয়নাল আবেদীন, মো: কামরুল হাছান মজুমদার,মোঃ আদম ছফিউল্লাহ, মো: হারুন-উর-রশিদ, মো: আমিনুল ইসলাম, আবুল কাশেম, আবু তাহের, কামাল হক, মো: আক্তারুজ্জামান, মো: মিজানুর রহমান মানিক ও মো: শহিদুল ইসলাম। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো: নাসির উদ্দিন চৌধুরী কুমিল্লা এসডি নিউজ ২৪ কে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১৩ ডিসেম্বর প্রতীক বরাদ্ধ এবং আগামী ৩০ ডিসেম্বর গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (ধানের শীষ) প্রতীকের প্রার্থী না দিলেও দুই ইউনিয়নে’ই বিএনপি সমর্থিত একাধিক চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!