কুমিল্লা সদর দক্ষিণে জমিসহ ঘর পেয়ে খুশি ১৬০ পরিবার

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমি হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার সদর দক্ষিণে আশ্রয়ণ প্রকল্পের মোট ১৬০ টি ঘর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সারাদেশের ৭ জেলার ১৫৯টি উপজেলায় ভার্চুয়ালি একযোগে ৩৯ হাজার ৩৬৫ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর পক্ষে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন উপকারভোগিদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন। বুধবার (২২ মার্চ) সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে উক্ত হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, এসিল্যান্ড আব্দুর রহমান।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!