নিজস্ব প্রতিবেদক :
পুলিশি বাঁধায় পন্ড হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের প্রতিনিধি সভা। মঙ্গলবার কেন্দ্রীয় যুবদল নেতাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পুলিশ বলছে নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে সভাটি বন্ধ করে দেয়া হয়েছে। সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনকে শক্তিশালি করার লক্ষ্যে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার কানন হোটেলের দ্বিতীয় তলায় কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানিয়ে প্রতিনিধি সভার আয়োজন করে সদর দক্ষিণ উপজেলা যুবদল। যুবদল নেতারা সভার প্রস্তুতি নিচ্ছে এমন সময় পুলিশ এসে সভাটি পন্ড করে দেয়। পরে পদুয়ার বাজার বিশ^রোডস্থ হোটেল নুরজাহানে কুমিল্লা বিভাগীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, বিভাগীয় সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আসিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ সদর দক্ষিণ যুবদল নেতৃবৃন্দরা পুনরায় সভাটির প্রস্তুতি নিলে পুলিশ সেখানেও বাধা প্রদান করে। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব চৌধুরী জানান, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুবদল নেতা কর্মীরা প্রতিনিধি সভাটির আয়োজন করেছে। বাধা প্রদানের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার পরিচয় মিলেছে। আমরা চাই সকল গণতান্ত্রিক দল সভা, সেমিনারের মধ্য দিয়ে তাদের গণতান্ত্রিক চর্চা করুক। গণতন্ত্রহীন ভাবে একটি দেশ চলতে পারে না। সদর দক্ষিণ উপজেলা যুবদল সভাপতি খলিলুর রহমান মজুমদার বলেন, সংগঠনকে শক্তিশালি ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সভাটি বন্ধ করে দেয়ার মধ্যদিয়ে আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা গণতন্ত্রগীনতার এক নগ্নরূপ। সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম মজুমদার বলেন, শান্তিপূর্ণ ভাবেই সভাটি শুরু করেছি। এ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মত একটি বড় রাজনৈতিক দলের সভা বন্ধ করে দেওয়া গণতন্ত্র পরিপস্থি। এ ব্যাপারে সদর দক্ষিন মডেল থানার এ.এস.আই ডালিম কুমার বড়–য়া জানান, বিএনপি-যুবদল নেতাকর্মীরা নাশকতা মূলক কর্মকান্ডের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কানন হোটেলে অভিযান চালালে বিএনপি দলীয় নেতাকর্মীরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।