০৪:২১ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ অভিনেতার পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার কুমিল্লা সদর দক্ষিণে ঘরের তালা ভেঙে চুরি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে- উদবাতুল বারী আবু কুমিল্লায় যৌথ অভিযানে রিভলবার-এলজি উদ্ধার, গ্রেপ্তার ৪ কুমিল্লা সদর দক্ষিণে মাদক ব্যবসায়ী বিল্লালের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার 

গোডাউনে মিললো ১৫ টন তেল, বিক্রি হলো আগের দরে

  • তারিখ : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / 424

চট্টগ্রাম প্রতিবেদক :

চট্টগ্রামের অন্যতম পাইকারি বাজার পাহাড়তলীতে এক গোডাউনে মিলেছে ১৫ টন বোতলজাত সয়াবিন তেল। সোমবার (৯ মে) দুপুর ১২টায় বাজারের মেসার্স সিরাজ স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির গোডাউনে মজুতকৃত এসব তেলের সন্ধান পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নতুন দর নির্ধারণের আগেই এসব তেল মজুত করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে এসব তেল খুচরা ব্যবসায়ীসহ সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়।

এদিকে আগের দরে সয়াবিন তেল বিক্রির খবর ছড়িয়ে পড়লে আশপাশের খুচরা মুদি দোকানি, রেস্টুরেন্ট, খাবারপণ্য প্রস্তুতকারী চা দোকানের লোকজন তেল কিনতে লাইনে দাঁড়ান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই লাইন আরও দীর্ঘ হয়।

বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিলারের দরে প্রতি লিটার ১৫০ টাকা করে বিক্রি হচ্ছিল এসব সয়াবিন তেল। তবে ভোক্তাদের অভিযোগ, প্রথম দিকে ২০ লিটারের প্যাকেটে পাঁচ লিটারের চার বোতল তিন হাজার টাকায় বিক্রি করলেও পরে ক্রেতাদের পাঁচ প্যাকেট করে নিতে বাধ্য করা হচ্ছে।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ঈদের আগে ও পরে সয়াবিন তেল নিয়ে সারাদেশে মাতামাতি চলছে। এরমধ্যেও অনেকে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করছেন। পাহাড়তলী বাজারে সিরাজ স্টোর নামের এক ডিলারের গোডাউনে ১৫ হাজার লিটার বোতলজাত সয়াবিল তেল পাওয়া গেছে। এসব তেল এখন তাৎক্ষণিকভাবে ডিলার রেটে বিক্রির নির্দেশ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এখানে পাওয়া তেল আগের দরের। পাঁচ লিটার বোতলের গায়ে সর্বোচ্চ বিক্রয়মূল্য ৭৬০ টাকা লেখা রয়েছে। তাই আগের মূল্যেই তাদের বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

গোডাউনে মিললো ১৫ টন তেল, বিক্রি হলো আগের দরে

তারিখ : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

চট্টগ্রাম প্রতিবেদক :

চট্টগ্রামের অন্যতম পাইকারি বাজার পাহাড়তলীতে এক গোডাউনে মিলেছে ১৫ টন বোতলজাত সয়াবিন তেল। সোমবার (৯ মে) দুপুর ১২টায় বাজারের মেসার্স সিরাজ স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির গোডাউনে মজুতকৃত এসব তেলের সন্ধান পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নতুন দর নির্ধারণের আগেই এসব তেল মজুত করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে এসব তেল খুচরা ব্যবসায়ীসহ সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়।

এদিকে আগের দরে সয়াবিন তেল বিক্রির খবর ছড়িয়ে পড়লে আশপাশের খুচরা মুদি দোকানি, রেস্টুরেন্ট, খাবারপণ্য প্রস্তুতকারী চা দোকানের লোকজন তেল কিনতে লাইনে দাঁড়ান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই লাইন আরও দীর্ঘ হয়।

বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিলারের দরে প্রতি লিটার ১৫০ টাকা করে বিক্রি হচ্ছিল এসব সয়াবিন তেল। তবে ভোক্তাদের অভিযোগ, প্রথম দিকে ২০ লিটারের প্যাকেটে পাঁচ লিটারের চার বোতল তিন হাজার টাকায় বিক্রি করলেও পরে ক্রেতাদের পাঁচ প্যাকেট করে নিতে বাধ্য করা হচ্ছে।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ঈদের আগে ও পরে সয়াবিন তেল নিয়ে সারাদেশে মাতামাতি চলছে। এরমধ্যেও অনেকে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করছেন। পাহাড়তলী বাজারে সিরাজ স্টোর নামের এক ডিলারের গোডাউনে ১৫ হাজার লিটার বোতলজাত সয়াবিল তেল পাওয়া গেছে। এসব তেল এখন তাৎক্ষণিকভাবে ডিলার রেটে বিক্রির নির্দেশ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এখানে পাওয়া তেল আগের দরের। পাঁচ লিটার বোতলের গায়ে সর্বোচ্চ বিক্রয়মূল্য ৭৬০ টাকা লেখা রয়েছে। তাই আগের মূল্যেই তাদের বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।