তরুনদের কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে-অর্থমন্ত্রী

মো. ওমর ফারুক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি তরুনদের উদ্দ্যেশে বলেছেন, আমরা যখন লেখা পড়া করেছি তখন স্কুল কলেজ ছিলো কম। তরুনরাই এ দেশের শাক্তি। বর্তমান দেশে অর্ধেকের চেয়ে বেশি তরুন। এ তরুনদের কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তেমন সুযোখ সুবিধা ছিলনা। পায়ে হেটে অনেক দূরে গিয়ে লেখা পড়া করতাম। বর্তমানে তোমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছ। আমরা দেশকে যেখানে রেখে যাবে তোমরা সেখান থেকে দেশকে এগিয়ে নিতে হবে। ভালো লেখা পড়া করে সৎ মানুষ হতে হবে। মানুষদেরকে সৎ উপদেশ দিতে হবে। বুধবার সন্ধ্যায় উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মনতলী রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন, থাকবেন সারা জীবন সূর্যের মত অবিচল। তরুনরাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে হবে। বিশ^াস রাখতে পিতা মাতা ও শিক্ষকদের প্রতি। পাড়া প্রতি বেশি প্রত্যেক মানুষকে ভালোবাসতে হবে। তাদের ভালোবাসার মধ্যে তোমাদের অনেক মঙ্গল গৃহিত রয়েছে। রায়কোট দক্ষিণ ইউপির চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ভিসি ড. এমরান কবির চৌধুরী, আ.লীগ নেতা প্রফেসর জয়নাল আবেদীন, অর্থমন্ত্রীর একান্ত সচিব কেএম সিংহ রতন, অবসর প্রাপ্ত ব্রিগেডিয়া জেনারেল জালাল আহম্মদ, উপজেলা আ.লীগ সভাপতি রফিকুল হোসেন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক বেলাল হোসেন মজুমদার, মাদ্রসার অধ্যক্ষ মাওলানা সামছুদ্দীন, উপজেলা যুবলীগ সহসভাপতি আব্দুল হান্নান মজুমদার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন প্রমূখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!