- আপডেটঃ January, 29, 2020, 11:52 pm
- 949 ভিউ
আকবর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মো. হজ্জাতুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার নাজির আহামেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন। মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোবারক হোসাইন ও ইংরেজি প্রভাষক মীর হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মফিজুর রহমান, নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক খুরশিদ আলম, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা সামছুল আলম, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নওশাদসহ আরো অনেকে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুল করিম।
আরো পড়ুন....