পদুয়ার বাজার বিশ্বরোড ক্রসিং দিয়ে সিএনজি চলাচলের সিদ্ধান্ত

মাজহারুল ইসলাম বাপ্পি :
প্রাচীনতম শহর কুমিল্লায় প্রবেশের অন্যতম প্রবেশ মাধ্যম পদুয়ার বাজার বিশ্বরোড ক্রসিং। দক্ষিণ কুমিল্লার সদর দক্ষিণ, লালমাই, লাকসাম, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, বরুড়া উপজেলা সহ নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস, ঐতিহ্যের জেলা কুমিল্লায় অফিস, আদালত, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে এ পথ দিয়েই প্রবেশ করতে হয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ হওয়া এবং পদুয়ার বাজার বিশ্বরোড ডিভাইডার দেয়ার ফলে এ পথে চলাচলকারী নারী-শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের অসুস্থ্য রোগিরা চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়েছিল। বর্তমান জনবান্ধব সরকারের মাননীয় অর্থমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দক্ষিণ কুমিল্লার হাজার হাজার মানুষের দাবি ছিল পদুয়ার বাজার বিশ্বরোড ক্রসিং করতে দেয়া। জনগণের দূর্ভোগ লাঘবের কথা মাথায় রেখে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একাধিক বার বিশ্বরোড ক্রসিং এর বিষয়টির ব্যাপারে প্রস্তাব রাখেন। এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারী বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার সহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ সরেজমিন পরিদর্শন করেন। জনগণের দূর্ভোগ লাগবে কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদুয়ার বাজার ফ্লাইওভার এর নিচ দিয়ে সিএনজি অটো রিক্সা চলাচলের সিদ্ধান্ত গ্রহন করেন। কুমিল্লা জেলা প্রশাসকের এ জনবান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এ পথে চলাচলকারী হাজার হাজার যাত্রী সাধারণ। ডিসি আবুল ফজল মীর কে কৃতজ্ঞ চিত্তে এ এলাকার মানুষ স্বরণ রাখবে বহুদিন। এ সময় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম, হাইওয়ে ওসি আলমগীর হোসেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর শাহআলম মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাব সভাপতি ও কুমিল্লা এসডি নিউজ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, জেলা সিএনজি মালিক এসোসিয়েশনের সভাপতি আব্দুর রব সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!