বিজয়পুরে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

নিজস্ব প্রতিবেদক।।

আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের আলোকদিয়া মৌজায়।
এক হাজার নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এ স্টেডিয়াম। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সম্ভাব্যতা সমীক্ষা নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের আলোকদিয়া মৌজায় একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি ইনডোর গেমস্ হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণেরও পরিকল্পনা করা হয়েছে। এ জন্য অংশীজনদের সাথে মতবিনিময়ের মাধ্যমে এই স্থাপনা নির্মাণের সম্ভাব্য সকল পরামর্শ এবং চাহিদা আলোচনা হয়। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, বাংলাদেশ ক্রীড়া পরিষদের প্রতিনিধি প্রকৌশলী মোখলেসুর রহমান, গণপূর্ত, সওজ, এলজিইডি, পাউবোর প্রকৌশলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২২ জন আমন্ত্রিত সদস্য।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!