কুমিল্লা এসডি নিউজ ডেস্ক :
কুমিল্লার প্রগতিশীল যুবকদের নিয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে সদর দক্ষিণ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমে শহীদদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, ন্যাাশনাল ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজী মো: দেলোয়ার হোসেন মজুমদার, ক্লাবের বর্তমান সভাপতি আব্দুল কাইয়ুম বাবু,
সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক হৃদয় হাসেম, দপ্তর সম্পাদক রবিউল আউয়াল তুহিন, প্রচার সম্পাদক গোলাম রাব্বি, সদস্য আরিফুর রহমান, মহিউদ্দিন সুমন, মো: আব্দুল্লাহ সহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।