মোঃ জয়নাল আবেদীন জয় :
১৫ই ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হ্রদরোগে আক্রান্ত রোগিদের চিকিৎসার জন্য চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুযোগ্য লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে. এম. ইয়াসির আরাফাত। ১১ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদানের চেক হস্তান্তর করেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক বিকম, অর্থমন্ত্রীর এপিএস লালমাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো মিজানুর রহমান মজুমদার, অফিসার ইনচার্জ লালমাই থানা মোহাম্মদ আইয়ুব, বীর মুক্তিযোদ্বা আমিনুল হক আমিন, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয় সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা গণ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।