লালমাইয়ে বিভিন্ন স্কুলের কিশোর – কিশোরী ক্লাবের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়

মোঃ জয়নাল আবেদীন জয় :
১৮ই জানুয়ারি শনিবার লালমাই উপজেলার বাগমারা উত্তর, বেলঘর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব এর উদ্বোধনী ক্লাসের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাগমারা উত্তর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাব এর উদ্বোধনী ক্লাসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফিল্ড সুপারভাইজার শ্রুভরা মজুমদার। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি শিক্ষক ডাক্তার জয়নাল আবেদীন জয়, সংগীত শিক্ষক মোহাম্মদ বাহারুল আলম, জেন্ডার প্রমোটার শিক্ষক রিনা আক্তার, সাহেলা আক্তার, আবৃত্তি শিক্ষক লাবণ্য। প্রমুখ।বেলঘর উত্তর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের উদ্বোধন ক্লাসে গৈযারভাঙ্গা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান কাশেম।ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বারিক, আওয়ামীলীগের নেতা মোঃ খোকন, শিক্ষক জামাল হোসেন ও উপজেলার নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।বেলঘর দক্ষিণ ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের উদ্বোধনী ক্লাসে প্রেমনল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম, শামসুল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন আবু ইউসুফ ফারুক সহ প্রমুখ।
সকল স্কুলের কিশোর কিশোরী ক্লাবের ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!