লালমাইয়ে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা ও দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ জয়নাল আবেদীন জয় :
৯ই ডিসেম্বর সোমবার সকাল দশটায় লালমাই উপজেলায় বেগম রকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা ও দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়।শুরুতেই রেলির মাধ্যমে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক বি কম। অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, সদর দক্ষিণ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানম, যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান কাশেম,সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জয়, বাংলাদেশ মানবাধিকার কমিশনের লালমাইয়ের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রাজীব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও ছাত্র -ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম।
বেগম রোকেয়া দিবসে জয়িতা অন্বেষনে বাংলাদেশ অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা তাহেরা বেগম ও সফল জননী শ্রেষ্ঠ জয়িতা মোসাম্মৎ জমিলা খাতুন সংবর্ধনা প্রদান উত্তলিকা পড়িয়ে দেওয়া হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!