সংবাদ সম্মেলনে গলিয়ারা ইউনিয়ন নির্বাচন দুই সপ্তাহ পিছানোর দাবি বিএনপি প্রার্থীদের

প্রেস বিজ্ঞপ্তি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই সপ্তাহ পিছানো দাবিতে শনিবার দুপুরে নোয়াগ্রামস্থ সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মনিরুল হক চৌধুরীর বাড়িতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী, সহ-সভাপতি শামছুল আলম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ জাহান মজুমদার, সহিদুল ইসলাম চেয়ারম্যান, বিএনপি নেতা ওমর ফারুক চৌধুরী, মিজানুর রহমান, সদর দক্ষিণ উপজেলা যুবদল সভাপতি ও সাবেক কাউন্সিলর মো: খলিলুর রহমান মজুমদার, গলিয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল হাই সুরুজ, প্রার্থী সামীম মেম্বার, কামরুল ইসলাম মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। সংবাদ সম্মেলনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী শামিম মেম্বার বলেন, মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রতিক বরাদ্ধ দেয়ার পরও প্রায় দুই সপ্তাহ গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রচার প্রচারণা বন্ধ ছিল। হঠাৎ করেই ২৭ ডিসেম্বর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আগামী ৩০ ডিসেম্বর’ই দুই ইউনিয়নের নির্বাচনের গণ বিজ্ঞপ্তি জারি করে। ফলে কোন ভাবেই দুই দিনে নির্বাচনের প্রস্ততি নেয়া সম্ভব নয়। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কর্মকর্তার নিকট গলিয়ারার দুই ইউনিয়ন নির্বাচন দুই সপ্তাহ পিছানোর দাবি জানাচ্ছি। এ সময় বিএনপি নেতা জামাল চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা সোহাগ, নুর মোহাম্মদ মজুমদার সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!