সদর দক্ষিণে এমিন্যান্ট মডেল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
- তারিখ : ০৬:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / 1518
সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ এমিন্যান্ট মডেল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও শিক্ষাথীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুয়াগঞ্জ টি. এ হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম চৌধুরী, এমিন্যান্ট মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আজাদ আল মামুন, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লা আমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসা: নাহিদা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক হিরন মিয়া, আব্দুল হালিম, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন, যুবলীগ নেতা হুমায়ন কবীর, অভিভাবক ইসতিয়াক আহমেদ মজুমদার রিয়াদ, ইসমাইল হোসেন দীলিপ সহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এমিন্যান্ট মডেল একাডেমীর সহকারী প্রধান শিক্ষক সাদেকুর রহমান। উল্লেখ্য: এমিন্যান্ট মডেল একাডেমী থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২১ জন জিপিএ-৫ সহ শত ভাগ সাফল্য অর্জন করেছে।