সদর দক্ষিণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভযাত্রা

নিজস্ব প্রতিবেদক :
স্বাধীন বাংলাদেশের স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে সকল শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়্যারমেন আবদুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুন নেছা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক তদন্ত কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান, কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার,ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল করিম, জনস্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হাসান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেত্রী বৃন্দুরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!