হোমনার যুব উন্নয়ন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু 

হালিম সৈকত ।।
কুমিল্লার হোমনা উপজেলার  যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু হয়েছে। তিনি আজ বৃহস্পতিবার  সকাল সাড়ে আটটার দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নানিল্লাহে…… রাজিউন )। তিনি মৃত্যুকালে স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি স্বপরিবারে ঢাকায় থাকতেন এবং তার স্বামী বসুন্ধরা গ্রুপে কর্মরত আছেন।
জানা গেছে, তিনি (নাজমুন নাহার) ২০১০ সালের ফ্রেরুয়ারি মাস থেকে হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি  প্রতিদিন ঢাকা  থেকে এসে হোমনায় নিয়মিত অফিস করতেন। ঢাকা থেকে প্রতিদিন আসাই তার কাল হয়ে দাড়াল। তার পরিবারের সকলের করোনা পজেটিভ। তিনি সর্বদা  হাস্যাজ্জ্বল ও সাদা মনের মানুষ ছিলেন।
উপজেলা  নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন ,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা  প্রকাশ করছি। তিনি ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী  ছিলেন। আল্লাহ তার পরিবারকে শোক সহ্য করার তওফিক  দান করুক।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!