প্রেস বিজ্ঞপ্তি।।
কুমিল্লা উত্তর জেলাস্থ তিতাস উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে (৩ অক্টোবর) ২০২১ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাবা সেলিমা আহমাদ্ এর ঢাকাস্থ রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি তলবী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান মুন্সী।
ওমরা হজ্ব পালনরত মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ উক্ত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ তোফাজ্জল হোসেন ভূঁইয়া।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক বর্ধিত সভা আহবান না করে গোপনে প্রার্থী বাছাই, সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যর্থতা, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অমান্য করা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে অমান্য করার অভিযোগে তিতাস উপজেলা আওয়ামিলীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভুইয়ার বিরুদ্ধে তিতাস উপজেলা আওয়ামী লীগের সভায় উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্যের সর্বসম্মত অনুমোদনক্রমে অনাস্থা প্রস্তাব পাশ করা হয়।
উক্ত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাদের সাথে আলাপ আলোচনা এবং প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীদের তালিকা জেলা আওয়ামী লীগ বরাবর সুপারিশপত্র প্রেরণের উদ্দেশ্যে বাছাই কার্য সম্পাদন করা হয়েছে।