১৩ জানুয়ারি: আজকের ধাঁধা

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১. ‘ছোট্ট একটা ঘরের

মধ্যে সাতটা বাড়ি,

যে না বলতে পারে
তার সঙ্গে আড়ি।’

২. ‘একটা গরুর পাছ পাছ লেজুর, পাঁচটা গরুর কয়টি লেজুর?’

৩. ‘একটা মাথা তিনটা পা,

চললে বলি আগে আগে।

থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা দায়।’

৪. ‘একটা ছোট ঘরে, অনেক মাথা ধরে।’

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!