অতিরিক্ত ভাড়া নেওয়ায় কুমিল্লায় ২ বাস কাউন্টারকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার ।।
সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি না মানায় শ্যামলী পরিবহনসহ দুই বাস কাউন্টার ও দুই বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও হোটেল নুরজাহান সংলগ্ন বাসস্ট্যান্টে এই দণ্ডাদেশ দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নুরজাহান হোটেল সংলগ্ন শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার সচিন, হানিফ পরিবহনের ঢাকাগামী বাসের চালক মো: আরিফ, ইসলামিয়া হোটেল সংলগ্ন গ্রামবাংলা বাস কাউন্টারের ম্যানেজার সালাউদ্দিন ও ঢাকা-ফেনী যাত্রীসেবার ফেনীগামী বাসের চালক জামাল উদ্দিন।

অভিযানের সময় মাস্কবিহীন চলাচল করা চালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই সোহেল মিয়া ও সদর দক্ষিণ উপজেলার নাজির মনিরুল ইসলাম।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!