নাঙ্গলকোট প্রতিনিধি :
অভাবের কারণে আবুল খায়ের (৬৮) নামের এক বৃদ্ধ বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্ধাছী গ্রামের ওই বৃদ্ধ কীটনাষক পান করে মারা গেছেন।
আজ মঙ্গলবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আবুল খায়েরের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। অর্থনৈতিক টানাপোড়েনের কারণে সন্তানদের সঙ্গে তার ঝগড়া লেগেই থাকত। এর জেরে গতকাল সোমবার তারাবির নামাজের পর কীটনাশক পান করে আত্মহত্যা করেন ওই বাবা।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খন্দকার আমাদের সময়কে বলেন, ‘সন্তানদের সঙ্গে বাবার (আবুল খায়ের) মনোমালিন্য আছে। সন্তানদের অর্থনীতি মোটামুটি ভালো। তবুও আর্থিকভাবে সন্তানরা বাবাকে সহযোগিতা করতেন না। এ কারণে বৃদ্ধ একটি জড়াজীর্ণ ঘরে থাকতেন। ঘরটি মানুষ বসবাস করার মতো না। সন্তানরা তার বাবাকে সহযোগিতা না করার কারণে হয়তো মনের ক্ষোভে তিনি আত্মহত্যা করছেন।’
আনোয়ার হোসেন খন্দকার আরও বলেন, ‘খবর পেয়ে রাতেই আবুল খায়েরের লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।’